আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে সেমিনার আয়োজন করবে বিএনপি। এই সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ অংশ নেবেন। সেমিনারের মূল লক্ষ্য হচ্ছে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা করা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত বছরের ১৩ জুলাই ‘রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি। এই ৩১ দফা গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুগপৎ আন্দোলনকারী দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রণীত হয়েছে। এর মধ্যে রয়েছে সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করাসহ এককেন্দ্রিক ক্ষমতা দুরীকরণের বিষয়।
উল্লেখযোগ্য যে, ২০২২ সালের ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করেন। এর আগে ২০১৬ সালের বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বেগম খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ ঘোষণা করেন, যেখানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনার বিষয়টি প্রধানভাবে উঠে আসে।