কিশোরগঞ্জে ১৪ বছর বয়সী আল আমিন নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাত-পা বাঁধা অবস্থায় আজ (রোববার) দুপুরে সদর উপজেলার পাঁচধা এলাকায় একটি ধানখেত থেকে লাশটি পাওয়া যায়।
নিহত আল আমিন তাড়াইল উপজেলার বেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, আল আমিন গতকাল (রোববার) সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন, তবে রাতে আর বাড়ি ফেরেননি। আজ সোমবার সকালে মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকার ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় পুলিশ জড়িতদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে, বলেও জানান ওসি।