সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

একাত্তরে স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামায়াত

একাত্তরে জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। এর পরও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান। গতকাল শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

জমায়াতের আমির আরো বলেন, ‘পরবর্তী সময়ে পাকিস্তানের শাসকগোষ্ঠীর নিপীড়ন, নির্যাতন, খুন এবং নানা ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল, মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তখন মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘অন্তর্র্বতী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা মনে করি, নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের। তাড়াহুড়া নেই বলে তারা এই বিষয়টি টেনে যেন লম্বা না করে এই কথা আমরা বারবার বলেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page