চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা এলাকার ৫ বছর বয়সী শিশু নেপাল টপ্প গত ১৬ নভেম্বর ২০২৪ বিকাল ৪:০০টায় বাড়ির পাশের গলিতে খেলা করার সময় হারিয়ে গেছে। তার বাবা দুলাল টপ্প এবং মা আদরি লাকড়া জানান, শিশুটি খেলার পর আর ফিরে আসেনি।
নেপাল টপ্পের উচ্চতা প্রায় ২.৫ ফুট, গায়ের রং শ্যামলা এবং ওই দিন তার পরনে কালো গেঙ্গি ও কালো হাফ প্যান্ট ছিল। শিশুটি চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। হারিয়ে যাওয়ার পর সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেওয়া হলেও তার কোন সন্ধান মেলেনি। ১৭ নভেম্বর ২০২৪ তার পিতা গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৭৯০) করেছেন।
গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, এই বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
যদি কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তবে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:
দুলাল টপ্প – ০১৭৪৪৬৭৮২২১
বিশ্বজিৎ লাকড়া – ০১৭৬৩১৬১৭২১