সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

কিংবদন্তী গায়ক এ আর রহমানের সংসারে বিচ্ছেদ

২০২৪ সালের শেষ প্রান্তে এসে ভক্তদের হতবাক করলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী এ আর রহমান। দীর্ঘ ২৯ বছরের সংসারের ইতি টেনে স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন অস্কারজয়ী এই শিল্পী।

সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ ‘ইন্ডিয়া টুডে’-কে এই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সায়রা জানান, বহু বছর একসঙ্গে থাকার পরও তাদের সম্পর্কের মধ্যে তৈরি হওয়া মানসিক চাপ ও দূরত্ব কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এ কারণেই তারা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে সায়রা আরও বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। অনেক কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। এখন শুধু চাই, সবাই আমাদের গোপনীয়তাকে সম্মান করবে এবং আমাদের একান্তে থাকতে দেবে।”১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান। তাদের তিন সন্তান—খতিজা, রহিমা ও আমিন। তবে বিয়ের শুরুর দিকেই রহমানের সাক্ষাৎকারে উঠে এসেছিল, তাদের মধ্যে সাংস্কৃতিক মতবিরোধ ছিল। যদিও সে সময় তিনি বলেছিলেন, এই বিষয়গুলো বুদ্ধিমত্তার সঙ্গে সামলাচ্ছেন তারা।

এ আর রহমান জানিয়েছিলেন, সায়রা তার নিজের পছন্দের পাত্রী ছিলেন না। বিয়ের বয়স পেরিয়ে যাওয়ায় তিনি মাকে দায়িত্ব দিয়েছিলেন জীবনসঙ্গী খুঁজে দেওয়ার জন্য। শেষপর্যন্ত সায়রা বানুর সঙ্গে বিয়ে হয় রহমানের। সেই বিয়ের ২৯ বছর পর পথচলায় ইতি টানলেন এই দম্পতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page