কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ৩৬ কোটি টাকায় নির্মিত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার আধুনিক ভবনটি এখনো তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। প্রশাসনিক অনুমোদন না মেলায় জনসাধারণ এর সুফল পাচ্ছে না।
চার বছর আগে শুরু হওয়া এই প্রকল্প সাবেক স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের উদ্যোগে বাস্তবায়িত হয়। এতে অপারেশন থিয়েটার, পরীক্ষাগার, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, অক্সিজেন প্ল্যান্টসহ আধুনিক সব সুবিধা অন্তর্ভুক্ত। মে মাসে ভবনটি হস্তান্তর করা হলেও ছয় মাস পার হয়ে গেলেও এখনো তা চালু হয়নি।
বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরনো ৫০ শয্যার কাঠামোতেই ঠাসাঠাসি পরিবেশে চলছে। চিকিৎসক সংকট প্রকট। ৩১টি পদ থাকলেও কর্মরত চিকিৎসক রয়েছেন মাত্র ১১ জন। এর মধ্যে বেশ কয়েকজন ডেপুটেশনে রয়েছেন বা ছুটিতে আছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, “১০০ শয্যা কার্যক্রম চালুর জন্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি। প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিশ্চিত হলেই তা চালু করা সম্ভব।”
এদিকে, এলাকাবাসীর অভিযোগ, এত বড় প্রকল্পের ভবন অকার্যকর থাকায় তাদের সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে।
অবকাঠামোগত উন্নয়ন হলেও প্রশাসনিক ব্যর্থতা এবং জনবল সংকটের কারণে প্রকল্পটি এলাকাবাসীর জন্য কোনো সুফল আনতে পারছে না।