রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

ওসমানীনগরে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা

সিলেটের ওসমানীনগরে চলতি বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদ ও আহত পরিবারের সদস্যরা। স্মরণ সভায় বক্তব্য দেন আহত পরিবারের প্রতিনিধি মুমিন সাহরিয়ার মাহি।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা জামায়াতের আমির সুহরাব হোসেন, সাধারণ সম্পাদক আনহার মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়ত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মো. আশিকুর রহমান এবং গীতাপাঠ করেন সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শহিদ ও আহতদের স্মৃতি রক্ষায় এবং তাদের পরিবারের প্রতি সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page