রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

পাকুন্দিয়ায় আলু বীজ সংকটে বিপাকে হাজারো চাষি

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলু বীজের তীব্র সংকট দেখা দিয়েছে। উচ্চমূল্য এবং সরবরাহের অভাবে হাজারো আলু চাষি দুশ্চিন্তায় পড়েছেন। গত বছরের তুলনায় এ বছর বীজের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় কৃষকেরা চাষাবাদ নিয়ে হতাশায় ভুগছেন।

সরেজমিনে পাকুন্দিয়ার পৌর সদর এবং আশপাশের বাজার ঘুরে দেখা গেছে, ভালো মানের বীজ আলুর দেখা মিলছে না। কিছু পাওয়া গেলেও দাম সাধারণ কৃষকের ক্রয়সীমার বাইরে। নেদারল্যান্ড থেকে আমদানি করা ৫০ কেজি বীজ আলুর প্যাকেটের দাম ২৫-৩০ হাজার টাকা, যা গত বছর ছিল মাত্র ৮-১০ হাজার টাকা। ডায়মন্ড জাতের বীজ আলু প্রতি মণ বিক্রি হচ্ছে ৪,৫০০-৫,০০০ টাকায়, যা গত বছর ছিল ২,৭০০-৩,০০০ টাকা। অন্যদিকে বগুড়া লাল আলুর বীজের দাম ৩,৫০০-৪,০০০ টাকা, যা গত বছর ছিল ২,০০০-২,৫০০ টাকা।

কৃষক মুছলেহ উদ্দীন জানান, তিনি সাড়ে তিন বিঘা জমিতে আলু চাষের প্রস্তুতি নিচ্ছেন। তবে বীজের অস্বাভাবিক দামের কারণে কীভাবে চাষাবাদ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। এ ছাড়া সার, কীটনাশকের দামও বেড়ে গেছে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, “ফলনের পর যদি ন্যায্য মূল্য না পাওয়া যায়, তবে আমাদের জন্য পরিস্থিতি আরও খারাপ হবে।”

পাকুন্দিয়ার মাটি আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী। প্রতি বছর উপজেলার প্রায় ১,৩২০ হেক্টর জমিতে আলু চাষ হয়, যা থেকে ২৬,০০০ মেট্রিক টন আলু উৎপাদিত হয়। এখানকার উৎপাদিত আলু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

বিএডিসি ডিলার মো. এরফান উদ্দীন বলেন, “বীজের সংকট প্রকট। আগের বছরের তুলনায় কয়েকগুণ বেশি দামে বীজ কিনতে হচ্ছে। পাশাপাশি সার ও কীটনাশকের দামও বেড়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম জানান, আলু বীজের কারসাজি রোধে প্রশাসন কাজ করছে। তিনি বলেন, “কৃষকদের প্রতি অনুরোধ, কোথাও অতিরিক্ত দাম চাওয়া হলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানান।”

বাজারে বীজ, সার এবং কীটনাশকের অস্বাভাবিক দামের কারণে আলু উৎপাদনে খরচ অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এতে সামনের বছর ভোক্তা পর্যায়ে আলুর দাম আরও বাড়তে পারে। স্থানীয় কৃষকরা সরকারি সহযোগিতা এবং বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page