চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে আয়োজিত সভায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তারা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইসমাঈল হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম, বাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, চৌডালা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান সামিউল আলম শ্যামলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, স্থানীয় উন্নয়ন, এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। জনসাধারণের নিরাপত্তা ও সেবার মান উন্নত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবাই একসঙ্গে কাজ করার গুরুত্ব দেন ইউএনও নিশাত আনজুম অনন্যা।