শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭ ভৈরবে যাত্রী সেজে গাঁজা পাচার: ২ নারী আটক কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী ভৈরবে ৪২ লক্ষাধিক টাকার গাঁজসহ দুই মাদককারবারি আটক ভৈরবে ভিন্ন ধর্মের নারী পুরুষ গ্রেফতার কিশোরগঞ্জে আন্দোলনে মিছিলে হামলা মামলার আসামির কারাগারে মৃত্যু কুলিয়ারচরে ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ভৈরবে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে নিহত ১৫০ মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গারা, গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ

বরগুনায় আলিফ হত্যার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

বরগুনা প্রতিনিধি: চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা ইউনিট বিক্ষোভ সমাবেশ করেছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় বরগুনা জজ কোর্ট চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক চত্বর হয়ে জজ কোর্টের মূল ফটকে শেষ হয়।

সমাবেশে বরগুনার জিপি (গভর্নমেন্ট প্লিডার) অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল আমিন, নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রন্জু আরা শিপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল করিব, অ্যাডভোকেট আহসান হাবীব স্বপন, এবং অ্যাডভোকেট ইশতিয়াক জলিল সোহাগসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বরগুনা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবীব স্বপন বলেন, “আমাদের সহযোদ্ধা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হত্যাকারীদের দ্রুত বিচার চাই। ইসকনের মতো জঙ্গিবাদী কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না।”

নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রন্জু আরা শিপু বলেন, “ইসকন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত কঠোর শাস্তি দিতে হবে। ইসকনের কার্যক্রম বাংলাদেশে কোনোভাবেই চলতে দেওয়া যাবে না।”

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল করিব বলেন, “ইসকন একটি জঙ্গিবাদী সংগঠন। চিন্ময় কৃষ্ণ দাস আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, “ইসকনের কর্মকাণ্ড দেশের জন্য হুমকিস্বরূপ। এ সংগঠনটি ধর্মীয় দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।”

বিক্ষোভ সমাবেশে বক্তারা সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page