ফরিদপুর প্রতিনিধি:
আগামী ১লা ডিসেম্বর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের ফরিদপুর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন আয়োজন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা জামায়াতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন। তিনি বলেন, “বিগত ১৫ বছর আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। অন্যায়ভাবে আমাদের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে এবং কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আমাদের যে স্বাধীনতা ফিরে এসেছে, তা ধরে রাখতে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “আগামী কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান। এ সম্মেলনে গণমাধ্যমের সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, নায়েবে আমীর ইমতিয়াজ আহমেদ, জেলা সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা আমীর জসিম উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, ১লা ডিসেম্বর দুপুরে রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছাড়াও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।