ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে সৌদি প্রো লিগে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার (২৯ নভেম্বর) নিজেদের ঘরের মাঠ আল-আওয়াল পার্কে দামাককে ২-০ গোলে পরাজিত করেছে রিয়াদের ক্লাবটি।
ম্যাচের প্রথম অর্ধে রোনালদোর স্পটকিকে এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে দারুণ শটে দলকে লিড এনে দেন এই পর্তুগিজ তারকা। বিরতির পর ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। তবে দামাকের খেলোয়াড় বেদ্রানে লাল কার্ড দেখার পর ১০ জনের দলে পরিণত হয় অতিথি দল।
ম্যাচের ৭৯তম মিনিটে বাঁদিক থেকে নওয়াফ বুশালের পাস ধরে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। তার এই জোড়া গোলে ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়ায় ৯১৫টিতে। চলতি বছর এখন পর্যন্ত ৫০ ম্যাচে তার গোল সংখ্যা ৪২টি।
শেষ সময়ে গোল শোধের চেষ্টা করেও ব্যর্থ হয় দামাক। এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
আগামী ২ ডিসেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।