মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

তারেক রহমানের খালাস উদ্‌যাপন: বাজিতপুরে বিএনপির আনন্দ মিছিল

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের খালাসের খবরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার উদ্যোগে সোমবার সকালে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বাজিতপুর বাজারের বাশ মহল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাশ মহলে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণ করেন বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, সেচ্ছাসেবক দলের আশরাফুল ইসলাম সোহেল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তানভীরুল হক সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন এবং দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, “সত্যের জয় হয়েছে। আওয়ামী স্বৈরাচারী সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই মামলা সাজিয়েছিল।” তারা আরও বলেন, “তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে নেতৃত্ব প্রদান করবেন।”

বক্তারা এ ঘটনাকে একটি ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দেন এবং ভবিষ্যতে দলের শক্তিশালী ভূমিকার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page