আরমান মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে এক কিলোমিটার রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় পাঁচটি মাদ্রাসা, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একরামপুর রেলগেট থেকে সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
জামিয়া নুরানিয়া তারাপাশা মাদ্রাসা, মাদ্রাসা দারুল উলুম, সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার পাঁচটি মাদ্রাসা এবং দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। রাস্তা বন্ধ থাকায় একরাপুর ও সতাল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
বক্তারা জানান, কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কটি হাওরের পাঁচটি উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে সড়কটির অবস্থা দীর্ঘ ছয় বছর ধরে অত্যন্ত নাজুক। বড় গর্ত ও খানাখন্দে ভরা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে। এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতায় সড়কটি সংস্কার না হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সড়ক সংস্কার করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাফিল, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু, কিশোরগঞ্জ জেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মুফতি আবুল বাশার, এবং স্থানীয় ব্যবসায়ী খাইরুল ইসলাম উজ্জ্বলসহ অনেকে।
এ কর্মসূচি শেষ হলেও এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।