ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৪: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড নারী দল বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। বাংলাদেশ নারী দলকে ১৭০ রানের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসের দল শুরুতেই বাংলাদেশের পেসারদের চাপে পড়ে। জাহানারা আলম এবং ফারিহা তৃষ্ণার ধারালো বোলিংয়ে অ্যামি হান্টার ১৬ রানের মাথায় বোল্ড হয়ে ফেরেন। তবে এরপর আয়ারল্যান্ডের ইনিংস ঘুরে দাঁড়ায়।
ওপেনার গ্যাবি লুইস ও লিআহ পাউলের ব্যাটিং ঝড়ে সফরকারীরা শক্ত অবস্থান গড়ে তোলে। লুইস ৪২ বলে ৬০ রান করেন, যেখানে ছিল একটি ছক্কা ও ৭টি চারের মার। লিআহ পাউল ৪৫ বলে অপরাজিত ৭৯ রান করেন, ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।
বাংলাদেশি বোলারদের মধ্যে জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস এবং নাহিদা আক্তার একটি করে উইকেট নেন।
১৭০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নিগার সুলতানার নেতৃত্বাধীন টাইগ্রেসরা ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে। জয়ের জন্য এখনো প্রয়োজন ৬ ওভারে ৬০ রান। ম্যাচটি বর্তমানে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।