ওসমানীনগর প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. ছুরাব আলী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম আজাদ।
সভায় বক্তারা বলেন, “দুর্নীতির কারণে সমাজে বৈষম্যের সৃষ্টি হয়। পরিবার থেকেই দুর্নীতিবিরোধী শপথ নিতে হবে—নিজে দুর্নীতি করব না, অপরকেও করতে দেব না। এভাবে দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব। তারুণ্যের শক্তি স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, দুর্নীতিকেও তারা পরাজিত করবে।”
সভায় আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহীদ হাসান, সহকারী অধ্যাপক পার্থ সারথী, প্রভাষক শহীদুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্তসহ অন্যান্যরা।
দুর্নীতিবিরোধী শপথ গ্রহণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।