সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিশিষ্ট নাট্যকার সাহিত্যিক ও ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমানের ইন্তেকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি,বিশিষ্ট নাট্যকার,সাহিত্যিক, বিআরডিবির অবসরপ্রাপ্ত আরডিও আজিজুর রহমান (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়াস্থ ভাড়া বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার ফজরের নামাজের পর শহীদী মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তার নিজ বাড়ি টাঙ্গাইল জেলা সদরের ক্ষুদ্র যোগীনী গ্রামে নিয়ে যাওয়া হয়।

তিনি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। চাকরিসূত্রে দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জে অবস্থান করছিলেন।তার পিতার নাম আহম্মদ আলী মাতার নাম রওশনারা বেগম।তিনি ১৯৭৬ সনে এস.এস.সি, ১৯৭৮ সনে এইচ.এস.সি এবং ১৯৮৩ সনে বি.কম অনার্স ডিগ্রী অর্জন করেন। তিনি একজন সরকারী কর্মকর্তা। তার প্রকাশিত গ্রন্থ: ঘুমন্ত প্রিয়া (নাটক), এক ডালে দুই পাখি (মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক), রক্তস্রোত (খন্ড নাটক), অত্যাচারীর কাল হাত (নাটক), কে আসল কে নকল (নাটক), ধর্মীয় গ্রন্থ: আলেম ও জাহেলের তর্কযুদ্ধ, সুফিসাধক হাজী আব্দুলগফুর, ইত্যাদি উল্লেখযোগ্য। বর্তমানে তিনি কিশোরগঞ্জ চরশোলাকিয়া এলাকায় বসবাস করতেন।

আজিজুর রহমান ২০০৩ সালে ভোরের আলো সাহিত্য আসরের সঙ্গে যুক্ত হন। ২০০৮ সালে ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক হিসেবে এবং ২০১৯ সালে সভাপতির পদে অধিষ্ঠিত হন। তিনি সাপ্তাহিক আলোরমেলা পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। জাতীয় সাংবাদিক সংস্থার সহযোগী সদস্য ও পরে স্থানীয় শাখার উপদেষ্টা হিসেবে মনোনীত ছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, গীতিকার ও শিল্পী ছিলেন। আধ্যাত্মিক সুফি দর্শন নিয়ে তার লেখা একটি বই প্রকাশিত হয়েছে। বদের আছারি নামে তার লেখা নাটক শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে। হামদ-নাতের ওপর স্বরচিত সঙ্গীতের বই রয়েছে তার।  

তার মৃত্যুতে ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজা গভীর শোক প্রকাশ করেছেন। কিশোরগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সাহিত্য সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছে। তারা আজিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনা  এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page