আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশি ৭৮ নাবিকসহ এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫ নামের দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে এ সংক্রান্ত ছবি প্রকাশ করা হয়।
প্রকাশিত ছবিতে দেখা যায়, আটক নাবিকরা মাথার পেছনে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে আছেন, আর তাদের পেছনে ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা দাঁড়িয়ে আছেন। এছাড়া, ট্রলার দুটি সাগরে চলাচল এবং জেটিতে নিয়ে যাওয়ার দৃশ্যও ছবিতে দেখা গেছে।
ভারতীয় কোস্ট গার্ড তাদের পোস্টে জানিয়েছে, ট্রলার দুটি ভারতের সমুদ্রসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে আটক করা হয়েছে। নাবিকসহ ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে।
ট্রলার মালিকপক্ষ সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানান, সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমার এক নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল। এ সময় ভারতীয় কোস্ট গার্ড ট্রলার দুটি আটক করে। তিনি বলেন, “আইনি প্রক্রিয়ায় নাবিকদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।”
এ ঘটনায় বাংলাদেশ সরকার থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।