কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৭ম ইউএসসি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে জেলা শহরের উকিলপাড়া এলাকার আমতলা খেলার মাঠে এ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বাছির উদ্দিন ফারুকী।
উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি এ এস এম ফজলুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি আশিকুর রহমান রাজীব।
উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কাঞ্চন সুলতানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ক্লাব কর্মকর্তা উবায়দুর রহমান শাকিল,রুহুল আমিন সহ অন্যান্যরা।
উকিলপাড়া স্পোর্টিং ক্লাব ম্যাসব্যাপী এ টুর্ণামেন্ট এর আয়োজন করেছে।
আয়োজকরা জানান,বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষ্যে মাসব্যাপী চলবে এ টুর্ণামেন্ট।টুর্ণামেন্ট শেষে মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে আসরের সমাপ্ত ঘটবে।এ দিন বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হবে বলেও জানান তারা।