ডেস্ক রিপোর্ট:
নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নেতা মো. লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১১ ডিসেম্বর) বিকালে স্থানীয় শহীদ মিনারে নেত্রকোণা জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত এবং এস এম মনিরুজ্জামান দুদু।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মো. রফিকুল ইসলাম হিলালী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, এডভোকেট নূরুজ্জামান নূরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, আবু তাহের তালুকদার, মজিবুর রহমান খান, এবং আরও অনেকে। বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি নেতৃবৃন্দও সমাবেশে অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে লুৎফুজ্জামান বাবরসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বাবরসহ দলের অন্যান্য নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
নেত্রকোনায় এই সমাবেশকে বিএনপির সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।