নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানির মামলা মীমাংসায় দেড় কোটি ডলার পরিশোধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ।
মামলার অভিযোগ অনুযায়ী, এবিসি নিউজের তারকা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস চলতি বছরের ১০ মার্চ একটি সাক্ষাৎকারে প্রমাণ ছাড়াই ট্রাম্পকে ধর্ষণের জন্য অভিযুক্ত বলে মন্তব্য করেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করেই মামলা করেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার উভয়পক্ষ মীমাংসায় পৌঁছায়। এর অংশ হিসেবে এবিসি নিউজ ১৫ মিলিয়ন ডলার ট্রাম্পের নামে প্রতিষ্ঠিত একটি ‘প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন এবং মিউজিয়ামে’ দেবে। এছাড়া এক মিলিয়ন ডলার দেওয়া হবে ট্রাম্পের আইনগত ব্যয় মেটানোর জন্য।
মীমাংসার শর্ত অনুযায়ী, এবিসি নিউজ তাদের প্রতিবেদনের নিচে একটি এডিটরের নোট যোগ করবে, যেখানে জর্জ স্টেফানোপোলাসের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করা হবে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেছেন, “মামলা মীমাংসা হওয়ায় আমরা সন্তুষ্ট।”
উল্লেখ্য, ২০২৩ সালে এক দেওয়ানি মামলায় জুরি ট্রাম্পকে যৌন হয়রানির জন্য দায়ী বলে রায় দিয়েছিল। তবে ধর্ষণের অভিযোগে তাকে নির্দোষ ঘোষণা করা হয়। এবিসি নিউজের এই বিতর্কিত মন্তব্য সেই মামলাকে ঘিরেই ছিল।