শ্রীলংকায় টি-টেন লিগে গল মারভেলসের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে দলটি যখন মাঠে ব্যস্ত, তখন তাদের মালিক প্রেম ঠাকুর ফিক্সিংকাণ্ডে গ্রেফতার হয়ে পুলিশ হেফাজতে রয়েছেন।
গত ১২ ডিসেম্বর ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে প্রেম ঠাকুরকে গ্রেফতার করে শ্রীলংকার স্পোর্টস পুলিশ। পরদিন কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠান।
জানা গেছে, গল মারভেলসের এক ক্যারিবিয়ান ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন প্রেম ঠাকুর। তবে সেই খেলোয়াড় প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বিষয়টি পুলিশকে জানালে তদন্ত শুরু হয়। পরে প্রেম ঠাকুরকে আটক করা হয়।
অন্যদিকে লংকা টি-টেন লিগে নিজের পারফরম্যান্সে নজর কেড়েছেন সাকিব। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম ম্যাচে ৮ বলে ২০ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তার ইনিংসে ছিল ১টি চার ও ২টি ছক্কা।
ফিক্সিংকাণ্ডের কারণে গল মারভেলসের মালিক দল থেকে দূরে থাকলেও মাঠে সাকিবের পারফরম্যান্স দলকে এগিয়ে নিচ্ছে। টুর্নামেন্টে তার দল জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।