কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম ও শেখ মজিবর রহমান ইকবাল।
প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ ইসরাঈল মিঞার সঞ্চালনায় জেলার ১৩টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।