কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী মানিকখালী বাজার, যা একসময় হাজীর বাজার নামে পরিচিত ছিল, সেখানে আগামীকাল (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে পুরো মানিকখালী বাজার ও আশপাশের এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।
নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে গঠিত হয়েছে চার সদস্যের নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন হযরত মিয়া চান্দশাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আজহারুল হক রানা। তার সঙ্গে কমিশনার হিসেবে থাকবেন আবুল কাশেম, আ. রশিদ ও জাহাঙ্গীর হোসেন ভূঞা। নির্বাচনের সুষ্ঠু পরিচালনার জন্য সহযোগিতা করবেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা সামসুদ্দৌলা হারুন।
১১ সদস্যের কমিটির আটটি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে রয়েছেন পাঁচজন প্রার্থী। কার্যকরী সদস্য তিনটি পদের জন্য লড়ছেন পাঁচজন।
নির্বাচনী পরিবেশে প্রাণবন্ত মানিকখালী
বাজারের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দপ্তর সম্পাদক এবং প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. জিল্লুর রহমান, মো. আবেদ আলী এবং মো. কামাল হোসেন। তবে অন্যান্য পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। নির্বাচনী প্রচারণায় পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো বাজার। স্থানীয়দের মতে, এই নির্বাচনী আমেজ জাতীয় নির্বাচনকেও হার মানাচ্ছে।
সহ-সভাপতি প্রার্থী মো. ওবায়দুল হক সাদেক বলেন, “নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে। এ বিষয়ে কোনো সংশয় নেই। গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে নির্বাচন পর্যবেক্ষণের জন্য।”
সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহান শাহ সোহেল এক সংবাদ সম্মেলনে তার ইশতেহার তুলে ধরে বলেন, “নির্বাচিত হলে পুরো বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। বণিক সমিতির জন্য স্থায়ী অফিস স্থাপন, ভোরবাজারের কার্যক্রম চালু এবং স্থানীয় কৃষক ও সবজি ব্যবসায়ীদের জন্য বিনা খাজনায় পণ্য কেনা-বেচার সুযোগ নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, বিলুপ্তপ্রায় ধান মহল ও পাঠ মহল পুনর্জীবিত করার পাশাপাশি মুরগী মহলে ব্যবসায়ীদের বিনা খাজনায় হাস-মুরগি বেচাকেনার পরিবেশ তৈরি করবেন। বাজারের সার্বিক নিরাপত্তা ও কার্যক্রম সুসংহত করার বিষয়েও তিনি দৃঢ় প্রতিশ্রুতি দেন।
নির্বাচন ঘিরে বাজারজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কটিয়াদী থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, “যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
এ নির্বাচনকে কেন্দ্র করে মানিকখালী বাজারের ব্যবসায়ীরা একটি কার্যকর ও সুশৃঙ্খল কমিটি প্রত্যাশা করছেন, যা ভবিষ্যতে বাজারের কার্যক্রম আরও উন্নত ও গতিশীল করবে।