প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভোটারদের বয়স ১৭ করার প্রস্তাবকে সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী। দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক পথসভায় এ কথা জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, “যারা জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের ভোটের অধিকার দিতে পারি না কেন? তারা জাতির জন্য যা করেছে, সেটা আমরা করতে পারিনি। তাদের এই অবদান আমাদের গর্বের বিষয়।”
তিনি আরও বলেন, “যে যুবকরা দেশের জন্য জীবন দিতে পেরেছে, তাদের হাতেই দেশ নিরাপদ থাকবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ঘুষ, দখলদারি, ও চাঁদাবাজি থাকবে না। এটি হবে একটি মানবিক বাংলাদেশ, যেখানে প্রত্যেক নাগরিক সম্মান ও ভালোবাসা পাবে।”
জামায়াত আমির অভিযোগ করেন, “বিগত সরকার বাংলাদেশ থেকে ১৬ লাখ কোটি টাকা পাচার করেছে এবং সেই টাকার অংশীদার হয়ে বিদেশে পালিয়েছে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে দুর্নীতি থাকবে না।”
সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের বীরগঞ্জ উপজেলা শাখার আমির মো. আজিজুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, “যে সন্তানরা আমাদের মুক্তি এনে দিয়েছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা থাকা উচিত। এ যুবকরা সাড়ে ১৫ বছর ধরে চলা স্বৈরাচারবিরোধী আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছে।”
পথসভায় জামায়াতের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মা-বোনেরা ঘরে বাইরে ইজ্জতের সঙ্গে চলতে পারবেন। বাংলাদেশ হবে সম্ভাবনাময় ও সুশাসন প্রতিষ্ঠার দৃষ্টান্ত।”