কটিয়াদী প্রতিনিধি:
২০২৫ শিক্ষাবর্ষের জন্য কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে। বুধবার সকালে কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈনুদ্দিন ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম মাহফুজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার মানোন্নয়ন ও নতুন বইয়ের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।
