সিরাজগঞ্জ প্রতিনিধি:
সাইদুর রহমান বাচ্চুকে পুনরায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নারী নেতাকর্মীরা।
জানা যায়, আসন্ন জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে দলকে আরো সংগঠিত ও শক্তিশালী করতে নারী নেত্রীরা এই দাবি তুলেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে পৌর শহরের খাঁন সাহেবের মাঠে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। “আমরা সিরাজগঞ্জবাসী” ব্যানারে আয়োজিত এই র্যালিতে জেলা বিএনপির মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, সাইদুর রহমান বাচ্চু পূর্বে দলের বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফেলানী হত্যাকাণ্ডের প্রতিবাদে তার নেতৃত্বে নারীদের ঝাড়ু মিছিল সারাদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এছাড়া, ২০২৫ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের আন্দোলনে নেতৃত্ব দিয়েও তিনি প্রশংসিত হন।
নারী নেত্রীরা মনে করেন, সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা বিএনপিকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।