সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক নিহত

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে সাত্তুর এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর এনডিটিভির।

ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মকর্তাদের মতে, এখন পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত দমকল বিভাগ ও উদ্ধারকারী দল পৌঁছায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সাত্তুরের ওই কারখানায় বাজি তৈরির সময়ে বিভিন্ন রাসায়নিক মেশানোর কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময়ই বিস্ফোরণটি ঘটে। প্রচণ্ড শব্দের পাশাপাশি কালো ধোঁয়ায় ঢেকে যায় কারখানার আশপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

দগ্ধ অবস্থায় মৃতদেহগুলো উদ্ধার করা সম্ভব হলেও তাদের পরিচয় এখনও জানা যায়নি। ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহের জন্য ডাকা হয় ফরেনসিক দলকে।

এছাড়া এ ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই শরীরের অধিকাংশই ঝলসে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সাইনাথ নামে ওই বেসরকারি বাজি কারখানার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার চারটি ঘর পুরোপুরি ধসে পড়েছে।

তবে কীভাবে এই বিস্ফোরণ হলো তা সঠিকভাবে বলা না হলেও জানা গেছে, শ্রমিকরা যখন মশলা মেশাচ্ছিলেন তখনই বিস্ফোরণ ঘটে। অন্য একটি সূত্র জানাচ্ছে যে, শর্ট সার্কিট থেকেও বিস্ফোরণ ঘটতে পারে।

গত বছর বিরুধুনগর জেলায় একটি আতশবাজি উৎপাদন ইউনিটে একটি বিশাল বিস্ফোরণের পরে কমপক্ষে ৯ জন নিহত এবং তিনজনের অবস্থা গুরুতর হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page