রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জে ওয়াজ মাহফিলে গুলি, আহত ২

কিশোরগঞ্জে এক ওয়াজ মাহফিল চলাকালে এয়ারগানের গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন রোববার (৫ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- মুফতি আল আমিন সাদী (৩৮) ও বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।

জানা যায়, কিশোরগঞ্জ পৌরশহরের চরশোলাকিয়া গাছ বাজার এলাকায় কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিল চলাকালে রাত ১টায় মাওলানা মুফতি আল আমিন সাদী মঞ্চে ওঠার সময় দুষ্কৃতকারীরা এয়ারগানের মাধ্যমে গুলি ছোড়ে।

সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পরপরই মাহফিলটি পণ্ড হয়ে যায় এবং বর্তমানে এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে। ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং পূর্বশত্রুতার জের ধরে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আহত মুফতি আল আমিন সাদী বলেন, ওয়াজ মাহফিল চলাকালে আমি মঞ্চের নিচে ছিলাম। আমার সঙ্গে একজন হুজুরের সহযোগী হাঁটাচলা করছিলেন। এ সময় কে বা কারা গুলি ছোড়ে তা আমাদের জানা নেই। এতে হুজুরের সহযোগী গুরুতর আহত না হলেও আমি গুরুতর আহত হয়েছি। বর্তমানে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ বছর নিয়ে আমাদের দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল ছিল। থানায় এখনো লিখিত অভিযোগ না দিলেও মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। কিছুটা সুস্থ হয়ে তারপর অভিযোগ দেব। এ ব্যাপারে কিশোরগঞ্জের আলেম-ওলামা পরিষদও কাজ করছে। কী কারণে আমাদের ওপর এভাবে আক্রমণ করা হলো জানা নেই।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরপরই সেখানে যাই। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগও জমা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page