সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

ব্যাংকে কোনো ডলার সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, নতুন স্মার্ট কার্ডেই টিসিবির বিপণন পরিচালনা করা হবে। ডিজিটাইজেশনের মাধ্যমে টিসিবির যত অনিয়ম সেটা দূর করা সম্ভব হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, প্রতি বছর ১২ হাজার কোটি টাকার পণ্য টিসিবি কেনা হয়, এর মধ্যে স্বচ্ছতা প্রয়োজন। যেন কিছুটা হলেও টাকা সঞ্চয় করা যায়।

বুধবার রাজধানীর বেগুনবাড়িতে নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে তিনি বলেন, ব্যাংকে কোনো ডলার সংকট নাই। এ বছর পর্যাপ্ত রেমিন্ট্যান্স এসেছে এবং রপ্তানি আয়ও ভালো হয়েছে।

এবছর যেন আলুর সঙ্কট না হয় প্রয়োজনে আমদানি করে হলেও মজুদ রাখবে টিসিবি। সাময়িক মজুদদারির জন্য চালের বাজার অস্থিতিশীল তবে মনিটরিং করা হচ্ছে। খুব শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page