বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর চালানো বর্বর হামলার পেছনে কে ছিল তা প্রকাশ্যে এলো। হামলাকারীর দেখা মিলল সিসিটিভি ফুটেজে। সিঁড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ওই ব্যক্তির ছবি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।
গত বুধবার (১৫ জানুয়ারি) মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় নিচ বাড়িতে হামলা হয়ে সাইফের ওপর। বহুতল ভবনটির অষ্টমতলায় রাজপরিবারের এই সন্তান। সেদিন রাত ২টা ৩৩ মিনিটে হামলাকারীকে দেখা যায় সিঁড়িতে। সিঁড়ি দিয়ে নিচে নামছিল মধ্যবয়স্ক ওই ব্যক্তি। জিন্স ও টি-শার্ট পরিহিত ওই ব্যক্তি নামার সময় এক পর্যায়ে ক্যামেরার দিকে তাকান।
এনডিটিভি বলছে, স্ত্রী কারিনা ও ছেলে তৈমুরকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন সাইফ। মুম্বাই পুলিশের ধারণা, চুরি করতেই সেখানে যান ওই ব্যক্তি। পার্শ্ববর্তী একটি ভবন থেকে সাইফের ভবনের প্রাচীর টপকে বহুতল ভবনটির কমপাউন্ডে প্রবেশ করেন তিনি। কমপাউন্ডে যাওয়ার পর ফায়ার এস্কেপ সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই ব্যক্তি।
সাইফের গৃহপরিচারিকা ইলিয়ামা ফিলিপস আলিসা লিমা ওই ব্যক্তিকে শনাক্ত করেন। তাকে দেখেই সবাইকে সতর্ক করতে ওই নারী চিৎকার দেন। সাইফের ফ্ল্যাটে ডুকে এলোপাতাড়ি ছুরি চালায় হামলাকারী। এতে সাইফসহ তিনজন আহত হন, যার মধ্যে সাইফের অবস্থা ছিল গুরুতর।
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাইফের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে।এ ছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে।
পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফ শঙ্কামুক্ত রয়েছেন।