মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

গাজীপুরে বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর দাবিতে গণসমাবেশ

গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা চালুর দাবিতে বিশাল গণসমাবেশ করেছে কর্মহীন শ্রমিক, কর্মচারী ও এলাকাবাসী। মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগরের কাশিমপুরের সান সিটির মাঠে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। কারখানার শ্রমিক, কর্মকর্তা- কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল ফ্যাক্টরি খোলা, ব্যাংকিং ব্যাবস্থা পূনরায় চালু এবং অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বেক্সিমকোর ৪২ হাজার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্তরের জনসাধারণের প্রতি সংহতির আহ্বান জানানো হয়। কারখানা শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় শ্রমিকরা দাবি জানিয়ে বলেন, প্রতিষ্ঠানের সকল ফ্যাক্টরি পুনরায় চালু করার এবং নিজেদের কর্মসংস্থান এবং পরিবারের ভবিষ্যৎ রক্ষার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়েছি। যদি বেক্সিমকো কারখানা না চলে তাহলে আশেপাশে কোন কারখানা চলতে দিবো না। আমরা কেন বৈষম্যের শিকার হবো? বুধবার সকালে আমরা কারখানায় কাজে যোগ দিতে চাই। বেক্সিমকোর ৪২ হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তা মানবেতর জীবনযাপন করছে।

শ্রমিক নেতা মোশরেফা মিশু বলেন, এই সমাবেশ থেকে যে কর্মসূচি ষোষণা করবো ৪২ হাজার শ্রমিক সবাই এতে অংশ নিবে। বর্তমান সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরবো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ কারখানা খুলে দিতে হবে। বন্ধ কারখানার কোন শ্রমিককে ছাঁটাই করা চলবেনা এবং প্রতিমাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। শ্রমিক নেতারা আরো বলেন, মালিক কারাগারে বলে শ্রমিক হয়রানি হতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page