বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭ ভৈরবে যাত্রী সেজে গাঁজা পাচার: ২ নারী আটক কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী ভৈরবে ৪২ লক্ষাধিক টাকার গাঁজসহ দুই মাদককারবারি আটক

আইসিসির বর্ষসেরা দল ঘোষণা, জায়গা পাননি বাংলাদেশসহ ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কেউই

বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল— আইসিসি। একাদশের ১০ জনই এশিয়ান। সর্বোচ্চ চারজন লঙ্কানের সাথে ৩ পাকিস্তানি, ৩ আফগান ও এক ক্যারিবিয়ান রয়েছে দলে। জায়গা হয়নি ভারত-বাংলাদেশসহ সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোর কোনো খেলোয়াড়ের।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টায় আইসিসির অফিসিয়াল সাইটে একাদশের তালিকা প্রকাশ করা হয়।

বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আইসিসি রেখেছে শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কাকে। উইকেটকিপিংয়ের দায়িত্বে আরেক লঙ্কান কুশল মেন্ডিস।

ওপেনিংয়ে পাকিস্তানের সাইম আইয়ুবের সঙ্গে আছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। তিন নম্বরে পাথুম নিশাঙ্কা ও চারে কুশলকে ব্যাটিংয়ের জন্য রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে আসালাঙ্কা, ছয় নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড।

সাতে রাখা হয়েছে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। আট নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

দুই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ আছেন পরের দুই অর্ডারে। স্পিনার হিসেবে সেরা একাদশে সুযোগ পেয়েছেন আফগানিস্তানের আল্লাহ মোহাম্মদ গজনফার।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ ২০২৪: সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক) , চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ গাজনফার।

আফগানিস্তান গত বছর ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। বছরে ১৪টি ম্যাচের মধ্যে ৮টি জিতেছিল তারা। পাকিস্তান ২০২৪ সালে মোট ৯টি ওডিআই খেলে এবং ৭টি ম্যাচ জেতে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই সিরিজ জেতে শান মাসুদের দল। ২০২৪ সালে শ্রীলঙ্কা দলের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। ১৮টি ওয়ানডে খেলে ১২টি ম্যাচে জয়ের দেখা পায় লঙ্কানরা।

সবশেষ বছর সব মিলিয়ে তিনটি ম্যাচ খেলে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজেও খুব ভালো পারফর্ম করেনি টিম ইন্ডিয়া। সিরিজটা হেরেছিল ২-০ তে।

বাংলাদেশের কেউ নেই এই তালিকায়। যদিও ক্রিকইনফো ও উইজডেনের বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় এর আগে যোগ হয়েছিল তাসকিন আহমেদের নাম। তবে আইসিসির বিবেচনায় বর্ষসেরা দলে থাকতে পারলেন না তিনি।

উল্লেখ্য, গতবছর একদিনের ফরম্যাটের ম্যাচের সংখ্যাও ছিল খুবই কম। কোনো দলই খুব বেশি ৫০ ওভারের ম্যাচ খেলেনি। ২০২৩ বিশ্বকাপের পর থেকে সব দল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে মনোযোগ দেয়। বছরের শেষদিকে মাঠে গড়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একাধিক সিরিজ। বোর্ডার-গাভাস্কার, অ্যাশেজসহ বাংলাদেশও পাকিস্তান সফর করে কেবলমাত্র দুটি টেস্ট খেলতে। সব মিলিয়ে ওয়ানডে নিয়ে মাতামাতিও হয়েছে খুব কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page