সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ডোমরাশুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

আটক পাঁচ সদস্য হলেন, সিফাত খান, সাব্বির খান, ওহিদুল কাজী, সাহাবুল শেখ ও সাগর মোল্যা। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, ডোমরাশুর এলাকায় এক যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে স্থানীয় দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ কয়েকজন যুবক যায়। এ সময় ধাওয়া করে অপহরণ চক্রের ৫ সদস্যকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় তাদের সহযোগী আরও ৮ সদস্য পালিয়ে যায়। পরে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বেশ কয়েকটি অপহরণের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page