শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি

এবারের অমর একুশে বইমেলায় ডাস্টবিনে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করার ঘটনা ঘটেছে। বিগত দেড় দশকের বেশি সময় ধরে জনগণের ওপর চালানো নানা নৃশংসতার ঘৃণা স্বরূপ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ডাস্টবিনে ছবি যুক্ত করা হয়। সেই ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। নেটিজেন পাড়ায় হচ্ছে নানা আলোচনা। সেই রেশ না কাটতেই এবার যশোরে ডাস্টবিনে আওয়ামী লীগ সভাপতির ছবি লাগানো হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের নিয়ে দিনব্যাপী নানা আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা। পৌরপার্কে করা সেই আয়োজনেই ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগানো হয়েছে। এছাড়া টয়লেটের সিঁড়িতেও ছবি লাগিয়ে দিয়েছেন আয়োজকরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা দুই হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে। বিশ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। তাই শেখ হাসিনাকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করতে চাই। বইমেলার ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দিয়ে মেসেজ দেওয়া হয়েছে যে তাকে বাংলার মানুষ ঘৃণা করে। তারই ধারাবাহিকতায় একই মেসেজ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ।

যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, ‘যারা বিপথগামী হতে চায়, যারা আবার নতুন করে ফ্যাসিবাদের মতো আচরণ করতে চায় তাদেরকে বুঝিয়ে দিতে হবে বৈষম্যবিরোধী আন্দোলন এখনো শেষ করিনি। সেই কারণে তরুণদেরকে সবসময় সজাগ থাকতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page