মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

পদত্যাগ করলেন ডা. দ্বীন মোহাম্মদ

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরামসহ (এনডিএফ) বৈষম্যবিরোধী চিকিৎসকদের দাবির মুখে অবশেষে পদত্যাগ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য উপদেষ্টা তার পদত্যাগপত্র গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

দুপুরে কাজী দ্বীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র পদত্যাগপত্র গ্রহণের বিষয়টিও নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বুধবার চিকিৎসকদের দাবির মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন কাজী দ্বীন মোহাম্মদ।

আজ বা কালকের মধ্যে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page