মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

ডেভিলদের স্থান কারাগারে, বাহিরে নয়: শকিল উজ্জামান

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেছেন, ৬ মাসের মধ্যেও সরকার ফ্যাসিবাদি আওয়ামী লীগের খুনিদের আটক করতে পারেনি। তারা এখনো বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেড়াচ্ছে। অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে এসব ডেভিলদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ডেভিলদের স্থান কারাগারে বাহিরে নয়।

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কমিউনিটি সেন্টারে গণঅধিকার পরিষদের নবগঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাকিল উজ্জামান বলেন, আওয়ামী লীগ এ দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

আওয়ামী লীগ বিরোধী দলের নেতাকর্মীদের ধরে নিয়ে আয়না ঘরে বছরের পর বছর নির্যাতন করত। শেখ হাসিনার নির্যাতনের কাহিনী জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনে উঠে এসেছে। আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বিচার করতে হবে।

নবগঠিত কমিটির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মনিরুজ্জামান মিয়া, ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন উজ্জ্বল, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব রহমান রাসেল, গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শামিমুর রহমান সাগর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সুমন, জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট সুজন আহমেদ, জেলা শাখার সহ-সভাপতি মো. রুবেল খান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page