সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহউদ্দিন আহমদ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আর দাফন হয়েছে দিল্লিত। সেখান থেকেই এখন কাফনের কাপড় পরে শেখ হাসিনা কথা বলছে— এমন মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে বিএনপির জেলা পর্যায়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র ও আওয়ামী লীগ পরস্পর বিরোধী শব্দ। নব্বইয়ের আন্দোলনে এরশাদের পতন হয়েছে, আর চব্বিশে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের দাফন কাফন হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য যেসব সংস্কার দরকার সেগুলো সংস্কার করুন। দেশের মানুষ স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয়নি। দেশের মানুষ একটি গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচনের জন্য জীবন দিয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই সার্বোভৌম রক্ষার অধিকারী দেশের মানুষ।

এ সময় প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের এ নেতা বলেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা জনগণের ভাষা বুঝে না। তাদেরকে বিদায় করুন। এছাড়াও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার দিকে নজর দেয়ার আহ্বানও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page