মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে: আব্দুস সালাম

একটি মহল বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বুধবার দুপুরে দিকে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের অধীন বিভিন্ন জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, একটি মহল দেশে পরিকল্পিতভাবে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা চেষ্টা করছেন বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করা। এই ফাঁকে তারা ক্ষমতার মধু লুটে খাবে; কিন্তু তাদের সেই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি। এই মহলটি আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত আছে।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই করেছেন লাঞ্ছিত নির্যাতিত হয়েছেন। তারপরও সব কিছু ধৈর্যের সঙ্গে অবলোকন করছেন। প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেনি যাতে দেশের আর্থ-সামাজিক অবস্থার অবনতি না হয়।

বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, গত ৫ আগস্টে হাসিনা সরকার পতনের সাত মাস পরও রাজনৈতিক ধূম্রজাল বিস্তার করে রাখা হয়েছে দেশে। সবাই আমাদের প্রশ্ন করেন নির্বাচন কবে হবে। কিভাবে হবে। দেশের রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে। এটা আমাদের কাছে কাম্য না।

সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। গত ৫ আগস্টের পরের রাজনীতির মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয় এ সভায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page