মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের (১৪৪৬ হিজরি) হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে এই বয়সসীমা ধরা হবে।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এই বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি ও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এতে জানানো হয়, ১৫ বৎসর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সাথে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page