রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭ ভৈরবে যাত্রী সেজে গাঁজা পাচার: ২ নারী আটক কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী ভৈরবে ৪২ লক্ষাধিক টাকার গাঁজসহ দুই মাদককারবারি আটক ভৈরবে ভিন্ন ধর্মের নারী পুরুষ গ্রেফতার কিশোরগঞ্জে আন্দোলনে মিছিলে হামলা মামলার আসামির কারাগারে মৃত্যু কুলিয়ারচরে ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ভৈরবে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে নিহত ১৫০ মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গারা, গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ

মিথ্যা সংবাদের প্রতিবাদে ভৈরব রেলওয়ে প্রকৌশলী বিভাগের মানববন্ধন

ভৈরব প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগের বিভাগীয় প্রকৌশলী/২-ঢাকা, আহসান হাবিব বিরুদ্ধে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত মিথ্যা,বানোয়াট সংবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে প্রকৌশলী বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ। ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনের ১ নং প্লাট ফরমে প্রকৌশলী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

বক্তারা বলেন, আহসান হাবিব পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যা তার সম্মান ও সুনামের ওপর আঘাত হেনেছে।
সমকাল পত্রিকায় প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দৈনিক সমকাল-এর ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৌশল বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভৈরব বাজার ঘাটের ঊর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী কার্য টাইম কিপার মো: মামুনুর রশিদ, ভৈরব ই এন অফিসের অফিস সহকারী এস এম আব্দুল্লাহ , ই এন অফিসের টলি ম্যান মো: জালাল উদ্দিন।

বক্তারা আরো বলেন, আহসান হাবিব পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যা তার সম্মান ও সুনামের ওপর আঘাত হেনেছে। দৈনিক সমকাল-এর ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৌশল বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page