বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মাঝেই রাফাল যুদ্ধবিমানের মজুদ বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার (১৮ মার্চ) পূর্ব ফ্রান্সের এক সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো। খবর আনাদোলু এজেন্সির।
তিনি বলেন, আগামী বছরগুলোতে বাড়তি রাফাল যুদ্ধবিমান অর্ডার করবে ফ্রান্স। এর পেছনে ১.৫ বিলিয়ন ইউরো (১.৬ বিলিয়ন ডলার) বিনিয়োগ করা হবে।
ম্যাক্রো আরও বলেন, যুদ্ধ এড়াতে এবং ইউরোপকে রক্ষায় প্রস্তুতি নিতে হবে ফ্রান্সকে। আর এ লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।
এর আগে, এক বিমান ঘাঁটিতে সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল সিস্টেম বসানোর ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ঢালছে ইউরোপের দেশগুলো। ফরাসি প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের অত্যাধুনিক ফাইটার জেট রাফাল। শব্দের চেয়েও এক দশমিক আট গুণ বেশি গতিতে ছুটতে পারে আকাশযানটি। ভারত, মিসর, কাতার, ক্রোয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশের কাছে রয়েছে এই যুদ্ধযান।