কিশোরগঞ্জ প্রতিনিধি: দৈনিক সমকাল পত্রিকায় বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রকৌশলী/২-ঢাকা, আহসান হাবিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে মানববন্ধন করেছেন প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটাই কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত এই মানববন্ধনে প্রকৌশল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “আহসান হাবিব পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, যা তার সম্মান ও সুনামকে ক্ষুণ্ণ করেছে। আমরা এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাই এবং প্রকৌশল বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানাই।”
মানববন্ধনে বক্তব্য দেন মো. আবুল হাসেম, সঞ্জিত রঞ্জন গোস (মেইট, এসএসই/ওয়ে, কিশোরগঞ্জ), মাসুমা আক্তার (ওয়েম্যান, কিশোরগঞ্জ)সহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা আরও বলেন, “একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি, গণমাধ্যম সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশন থেকে বিরত থাকবে।”
উল্লেখ্য, প্রকৌশল বিভাগের কর্মচারীরা ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ বন্ধের দাবি জানান এবং প্রকৌশল বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।